নিজস্ব প্রতিনিধি,
যোগাকে আজ সারা পৃথিবীর কাছে নতুন করে পরিচিতি ঘটিয়েছেন প্রধানমন্ত্রীঃ মন্ত্রী সুশান্ত চৌধুরী………।।
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির "মন কি বাত" অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন এই অনুষ্ঠানের ১২৩তম পর্ব সম্প্রচার করা হয়।সারা দেশ ও রাজ্যের সাথে এদিন বামুটিয়া বিধানসভার পূর্ব গান্ধীগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৪০ নং বুথ তথা বৈদ্যনাথ কমিউনিটি হল ঘরে দলীয় কার্যকর্তাদের সঙ্গে বসে মন কি বাত অনুষ্ঠান দেখেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।মন কি বাত অনুষ্ঠান শেষে মন্ত্রী তার ভাষণে বলেন, সারা পৃথিবীতে বর্তমানে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়।২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর মোদিজি এই যোগাকে বিশ্বের দরবারে তোলে ধরেছেন, যা আজ ভারতবর্ষের জন্য ইতিহাস। বিগত দিনে ডাক্তার কবিরাজের সংখ্যা কম ছিল। তাই যোগার মাধ্যমেই বিভিন্ন রোগের উপসম হত। সেই যোগাকে আজ সারা পৃথিবীর কাছে নতুন করে পরিচিতি ঘটিয়ে রাষ্ট্র সংঘের অনুমতি ক্রমে সারা বিশ্বে যোগা দিবস পালন করা হচ্ছে বলে তিনি জানান।
Akb tv news
29.06.2025