আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রথযাত্রা উৎসব উপলক্ষে প্রশাসনের তরফে বেশ কিছু গাইড লাইন বেঁধে দেওয়া হয়েছে।। জেলা শাসক ll AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    আসন্ন রথযাত্রা উৎসব নিয়ে সংবাদ মাধ্যমে জানালেন পশ্চিম জেলা শাসক ডাঃ বিশাল কুমার। বুধবার তিনি জানান যে রথ যাত্রা নিয়ে উদ্যোক্তাদের সাথে আলোচনা হয়েছে। এতে তাদেরকে প্রশাসনের তরফে বেশ কিছু গাইড লাইন বেঁধে দেওয়া হয়েছে। যেমন রথের উচ্চতা ৫ মিটারের বেশি উঁচু হতে পারবে না। রথ যাত্রার সাথে ডি জে ইত্যাদি নেওয়া যাবে না। রথ হতে হবে কাঠের তা মেটালিক হতে পারবে না। উদ্যোক্তাদের রথ বানানোর পর প্রশাসনের পক্ষ থেকে পর্যবেক্ষণ টিম তা পর্যবেক্ষণ করে NOC দেবার পরই রথ নিয়ে বেরোনো যাওয়া যাবে। প্রশাসনের পক্ষ থেকে SDRF, NDRF স্ট্যান্ড বাই থাকবে প্রয়োজনে ব্যবহার করার জন্য। ২৭ থেকে ৫ জুলাইয়ের মধ্যে তা শেষ করতে হবে । উদ্যোক্তারাও এতে সহমত পোষণ করেছেন বলে এদিন জানান তিনি।


    Akb tv news

    18.06.2025

    3/related/default