নিজস্ব প্রতিনিধি,
বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে টি বি এসই এবং সি বি এসই অনুমোদিত বিদ্যাজ্যোতি স্কুলের ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ট্রপার্সদের সংবর্ধনা দেওয়া হয় ।আন্তর্জাতিক মেলাস্থল হাপানিয়ার অডিটোরিয়ামে হয় এই অনুষ্ঠান। আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, শিক্ষা দফতরের সচিব র্যা বেল হেমেন্দ্র কুমার ও উচ্চ শিক্ষা দফতরের অধিকর্তা এন সি শর্মা সহ দফতরের আধিকারিকরা। রাজ্যের স্কুল শিক্ষা দফতর এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, আজকে এখানে যারা ভাল ফলাফল করেছে, তারাই কিন্তু আগামিদিন ত্রিপুরার ভবিষ্যৎ। আমাদের সময়ে যারা ভাল রেজাল্ট করেছিল, বাস্তব ক্ষেত্রে তাদের সাফল্যও কিন্তু আমরা দেখতে পেয়েছি। শুধু ত্রিপুরাতে নয়, ভারতবর্ষে তথা বিদেশেও ওরা ওদের স্থান করে নিয়েছে।গত বারের চেয়ে এবার উভয় পরীক্ষার রেজাল্ট খুব ভাল হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান।
Akb tv news
18.06.2025