নিজস্ব প্রতিনিধি,
সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে কংগ্রেস দলের ছাত্র যুব নেতা
মঃ শাহজাহান ইসলামের বক্তব্যকে ঘিরে সোমবার বিকেলে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়
রাজধানীতে।এদিন বিজেপি সদর জেলা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা
করে। মিছিলে পা মেলান সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য, যুব মোর্চার রাজ্য সভাপতি
সুশান্ত দেব ও পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা সহ দলের অন্যান্য নেতৃত্বরা।
বিক্ষোভ মিছিলে উপস্থিত সদর শহর জেলার সভাপতি বলেন, কংগ্রেস দলের ছাত্র যুব নেতা মঃ
শাহজাহান ইসলাম সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে নিয়ে যে মন্তব্য
করেছে তা অত্যন্ত নিন্দনীয়।বর্তমান রাজ্য সরকার জাত, ধর্ম দেখে নয়, শুধু মানুষের উন্নয়নে
কাজ করে যাচ্ছে। মানুষের উন্নয়নই এই সরকারের শেষ কথা।
Akb tv news
09.06.2025