আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ছয়’বার ভূমিকম্প অনুভূত ভারত-মায়ানমার সীমান্তে।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    গত ৩৬ ঘণ্টায় ছয়’বার ভূমিকম্প অনুভূত হয়েছে ভারত-মায়ানমার সীমান্তে। তবে কম্পনের মাত্রা বেশি না হলেও বার বার ভূমিকম্পে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৮ থেকে ৪.৫। শেষবার ভূমিকম্পের খবর মিলেছে মঙ্গলবার সকাল ১১টা বেজে ২১ মিনিট নাগাদ। কম্পন অনুভূত হয়েছে ভারতের মণিপুর রাজ্যে।ভূ-বিজ্ঞনীদের মতে  ভারত-মায়ানমার সীমান্ত একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল। এই অঞ্চলটি একটি জটিল টেকটোনিক জোনের মধ্যে অবস্থিত, যেখানে ভারতীয় ও ইউরেশিয়ান প্লেটের মধ্যে মাঝমাঝেই সংঘর্ষ হয়। বিশেষজ্ঞদের মতে, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের সক্রিয় সংবেদনশীল ‘সাবডাকশন অঞ্চল’ এবং মায়ানমারের ‘সাগাইং ফল্ট’ দুই-ই এই অঞ্চলের ভূমিকম্পের জন্য দায়ী।  


    Akb tv news 

    10.06.2025


    3/related/default