ধর্মনগরে উন্নয়নের সাথে নয়া পালক যুক্ত হয়েছে।বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে
ধর্মনগরে জেলা পশু হাসপাতাল ও ঔষুধ সংগ্রহনালয়ের নয়া পাকা ভবনের উদ্বোধন হয়। ফিতা কেটে
ও ফলক উন্মোচন করে এর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন মন্ত্রী সুধাংশু দাস ও বিধানসভার অধ্যক্ষ
তথা বিধায়ক বিশ্ব বন্ধু সেন।অনুষ্ঠানে প্রাণী সম্পদ বিকাশ দফতরের অধিকর্তা সহ অন্যান্যরা
উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশ গ্রহন করার পর জেলা পশু হাসপাতাল ও ঔষুধ সংগ্রহনালয়ের
নয়া পাকা ভবনটি ঘুরে দেখেন মন্ত্রী সহ উপস্থিত অথিতিরা। ধর্মনগরে জেলা পশু হাসপাতাল
ও ঔষুধ সংগ্রহনালয়ের নয়া পাকা ভবনের উদ্বোধন হওয়ায় ধর্মনগরে উন্নয়নে নয়া পালক যুক্ত
হয়েছে বলে জানালেন মন্ত্রী।
Akb tv news
25.06.2025