নিজস্ব প্রতিনিধি,
একধাক্কায় তা বাড়ানো হল
পাঁচ গুণ। এবার থেকে পিএফ অ্যাকাউন্ট থেকে অগ্রিম ৫ লক্ষ টাকা তোলা যাবে। এতদিন এই
ঊর্ধ্বসীমা ছিল ১ লক্ষ টাকা। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বুধবার এক ঘোষণায়
এই তথ্য জানিয়েছেন। এই পদ্ধতির নাম অটো সেটলমেন্ট প্রসেস।
কেন্দ্রীয় মন্ত্রী জানান, এতদিন এই পদ্ধতিতে তিন দিনে সর্বোচ্চ ১ লক্ষ টাকা তোলা যেত।
কিন্তু সেই অঙ্ক এবার করা হয়েছে ৫ লক্ষ টাকা। তাঁর দাবি, এর ফলে ইপিএফও-র ৭ কোটিরও
বেশি সদস্য উপকৃত হবেন। শারীরিক অসুস্থতা, শিক্ষা, বিয়ে, গৃহ নির্মাণ বা ক্রয়ের ক্ষেত্রে
এই সুবিধা মিলছে। এক্ষেত্রে কোনও মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই, স্বয়ংক্রিয় ভাবেই পুরো
প্রক্রিয়া সম্পন্ন হবে।
Akb tv news
25.06.2025