নিজস্ব প্রতিনিধি,
শুক্রবার
জগন্নাথের রথযাত্রা উৎসব উপলক্ষে দেশবাসী ও বিদেশে থাকা ভক্তদের প্রতি আন্তরিক
শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই
উৎসব, যা মহামানব শ্রীজগন্নাথের রথযাত্রার পরিপ্রেক্ষিতে ধর্মীয় আবেগ এবং
আধ্যাত্মিক উচ্ছ্বাস দ্বারা চিহ্নিত, সারা ভারতে এবং বিদেশে ভারতীয় দ্বারা গভীর
ভক্তির সঙ্গে উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে
লিখেছেন, “পবিত্র রথযাত্রার এই মহতী উপলক্ষে আমি ভারত এবং বিদেশে বসবাসকারী
শ্রীজগন্নাথের ভক্তদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই। লক্ষ লক্ষ ভক্ত এই পবিত্র
যাত্রায় শ্রীজগন্নাথ, বলরাম, দেবী সুভদ্রা এবং চক্ররাজ সুদর্শনের রথে আরাধনা করে
এক ঐশ্বরিক অভিজ্ঞতা লাভ করেন। রথযাত্রার বিশেষত্ব হল, এই দেবতাদের মানবিক
আধ্যাত্মিক খেলা। এই উপলক্ষে আমরা প্রার্থনা করি শ্রীজগন্নাথের কাছে, যাতে বিশ্বের
মধ্যে শান্তি, বন্ধুত্ব এবং মায়ার পরিবেশ বিরাজমান থাকে।” এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদী রথযাত্রা উপলক্ষে তাঁর শুভেচ্ছা প্রকাশ করেন এবং সকলের সুখ, সমৃদ্ধি এবং ভালো
স্বাস্থ্যের জন্য প্রার্থনা করেন। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “শ্রীজগন্নাথের
পবিত্র রথযাত্রার মহোৎসব উপলক্ষে, আমার আন্তরিক শুভেচ্ছা দেশের সকল নাগরিকদের
প্রতি। এই বিশ্বাস এবং ভক্তির উৎসব সবার জীবনে সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য এবং ভালো
স্বাস্থ্য নিয়ে আসুক। জয় শ্রীজগন্নাথ!” একই ভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
অমিত শাহও রথযাত্রা উপলক্ষে তাঁর শুভেচ্ছা জানিয়েছেন এবং বিশেষভাবে গুজরাটে
রথযাত্রার সাংস্কৃতিক ও আধ্যাত্মিক
গুরুত্ব তুলে ধরেছেন। তিনি এক্সে লিখেছেন, “শ্রীজগন্নাথ রথযাত্রা হল সনাতন সংস্কৃতির
পবিত্র উৎসব, যা দেশের প্রতিটি কোণে ভক্তদের দ্বারা ভক্তির সঙ্গে উদযাপিত হয়। গুজরাটেও
এই মহাপ্রভুর উৎসব উচ্ছ্বাসের সঙ্গে উদযাপিত হচ্ছে।
Akb tv news
27.06.2025