নিজস্ব প্রতিনিধি,
জাতীয় নির্বাচন কমিশনের নয়া পদক্ষেপ। এবার এক সঙ্গে ৩৪৫টি
রাজনৈতিক দলের অনুমোদন বাতিল করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। একদিকে যখন ভুয়ো
ভোটার, তালিকায় নাম তোলার নয়া প্রক্রিয়া নিয়ে দেশজুড়ে উঠেছে বিতর্কের ঝড়, সেই আবহে
এক ধাক্কায় এতগুলি দলের অনুমোদন বাতিল করে দিল কমিশন। তবে এগুলির কোনওটিই প্রথম
সারির দল নয়। এর সব গুলিই হল অস্বীকৃত রাজনৈতিক দল।বৃহস্পতিবার এক
নির্দেশিকায় কমিশনের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে দেশজুড়ে রয়েছে এই ধরনের প্রায়
২৮০০ অস্বীকৃত রাজনৈতিক দল। যারা অনুমোদন পাওয়ার প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করেনি।
তাদের মধ্যে এদিন যে ৩৪৫টি দলের অনুমোদন বাতিল করা হল, তারা গত ছয় বছরে, অর্থাৎ
২০১৯ সাল থেকে কোনও নির্বাচনে অংশ নেয়নি। প্রক্রিয়াগত শর্তাবলি পূরণ করানোর জন্য
তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও দলগুলির দপ্তরও খুঁজে পাওয়া যায়নি। সেই
কারণে প্রাথমিকভাবে এই দলগুলির অনুমোদন খারিজ করা হল। তবে এখানেই শেষ নয়। বাকি
দলগুলির কাছেও কারণ দর্শানোর নোটিস পাঠানোর জন্য সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত
অঞ্চল গুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বক্তব্য
শোনার পর ঠিক করা হবে দলগুলির ভবিষ্যৎ। সেক্ষেত্রে কোনও দল যেন আত্মপক্ষ সমর্থনের
সুযোগ থেকে বঞ্চিত না হয়, তাই এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
Akb tv news
27.06.2025