নিজস্ব প্রতিনিধি,
আগামী তেসরা জুলাই থেকে শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা। আগামী ৯ই
আগস্ট পর্যন্ত চলবে এই পুণ্যযাত্রা। কিন্তু এবারের অমরনাথ যাত্রাকে ঘিরে রয়েছে
বাড়তি সতর্কতা। থাকছে কড়া নিরাপত্তার বলয়। কারণ, মাত্র কয়েক মাস আগেই জম্মু ও
কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন। যাঁদের মধ্যে
অধিকাংশই ছিলেন পর্যটক। ফলে এবার অমরনাথ যাত্রার প্রতিটি পদক্ষেপে নিরাপত্তা যে
সর্বোচ্চ, তা স্পষ্ট। এই পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীর পুলিশ সম্প্রতি
পুণ্যার্থীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। প্রথমত, কাউকে
একা না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একা একা যাত্রা নয়, বরং দলের সঙ্গে থেকে
নিরাপত্তার মধ্যে থাকাই বেশি সুরক্ষিত বলে মনে করছে প্রশাসন। দ্বিতীয়ত,
পুণ্যার্থীদের নিরাপত্তা বলয়ের বাইরে না যাওয়ার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
Akb tv news
27.06.2025