Type Here to Get Search Results !

যতক্ষণ না পর্যন্ত শিক্ষাকে শক্তিশালী করা যায়, কোন কিছুই ভাল হয় না।। মুখ্যমন্ত্রী।। AKB TV News



 নিজস্ব প্রতিনিধি, 

শুক্রবার জগন্নাথের রথযাত্রা উৎসব। এই বিশেষ দিনে রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে ২২২ জনের হাতে চাকরির প্রস্তাবপত্র তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের স্কুল শিক্ষা দফতরের অধিকর্তা ও উচ্চ শিক্ষা দফতরের সচিব সহ স্বাস্থ্য এবং পরিবার কল্যান দফতরের আধিকারিকরা। রাজ্যের স্কুল শিক্ষা দফতর ও স্বাস্থ্য এবং পরিবার কল্যান দফতরের তরফে এই চাকরির প্রস্তাবপত্র গুলি বিতরণ করা হয়।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার বার বলছেন আমাদের কাছে মেধার অনেক কর্মী আছেন। যখনি কোন বিষয়ে দায়িত্ব দিতে হয়, তখনি আমরা ভাবি যে বুদ্ধি দিয়ে কিভাবে কাজটা হাতিয়ে আনতে হয়। তাই প্রথম থেকেই যদি আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি সুনামের সাথে, তাহলে আগামিদিন নিয়োগের ক্ষেত্রে সুবিধা হবে। যতক্ষণ না পর্যন্ত শিক্ষাকে শক্তিশালী করা যায়, কোন কিছুই ভাল হয় না। আপনারা যারা আজকে পরীক্ষা দিয়ে পাশ করেছেন অর্থাৎ শিক্ষা আছে বলেই সেটা সম্ভব হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান।

Akb tv news 

27.06.2025