নিজস্ব প্রতিনিধি,
দীর্ঘ ২২ বছর পর নড়েচড়ে বসল দেশের নির্বাচন
কমিশন। অবৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দিতে তৎপর হল কমিশন। বিশেষ করে ভিনদেশি
নাগরিকদের তালিকা থেকে বাদ দিতেই কমিশনের এই পরিকল্পনা বলে জানা গিয়েছে। নতুন
ভোটারদের তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রেও বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। জন্মের
প্রমাণপত্র সঠিকভাবে দাখিল করতে না পারলে ভোটার তালিকায় নাম তোলা যাবে না বলে
স্পষ্ট জানিয়েছে কমিশন। গয় কয়েক মাস আগে
ভোটার তালিকা নিয়ে সরব হন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলায় একই ভোটার কার্ড নম্বরে একাধিক এপিক রয়েছে বলে অভিযোগ করেন তিনি। এরপরই
মহারাষ্ট্র ও হরিয়ানার ভোটার তালিকায় ব্যাপক গরমিল ছিল বলে ধারাবাহিকভাবে অভিযোগ
করে আসছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল
গান্ধী। তাই বিরোধীদের চাপেই কমিশনের ভোটার তালিকা সংশোধনের উদ্যোগ বলে মনে
করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। সেই মোতাবেক ভোটার তালিকা সংশোধন করতে চলেছে নির্বাচন
কমিশন। যাকে বলা হচ্ছে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’। অবৈধ অভিবাসী-সহ অযোগ্য ভোটারদের
তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ। তারা বলেছে, যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয়
নাগরিকরাই ভোটার হিসেবে নিবন্ধিত হন সেটা নিশ্চিত করা হবে। প্রসঙ্গত, ২০০৩ সালে শেষবার
ভোটার তালিকা সংশোধন করা হয়েছিল। চলতি বছরের শেষে নির্বাচন হবে বিহারে। তাই বিহার থেকেই
জাতীয় পর্যায়ের এই উদ্যোগ শুরু করতে চলেছে কমিশন। এক এক করে অন্যান্য রাজ্যগুলিতে
ভোটার তালিকা সংশোধনের কাজ হবে। ভোটার তালিকায় নির্ভুলতা, বিশেষ করে অবৈধ বিদেশি নাগরিকদের
অন্তর্ভুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। সেই
প্রেক্ষিতেই নির্বাচন কমিশন তালিকা সংশোধনের সিদ্ধান্ত নিল।
Akb tv news
26.06.2025

