নিজস্ব প্রতিনিধি,
রাজ্যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। আর এই উন্নয়ন ধারাকে হাতিয়ার করে বৃহস্পতিবার কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা ১৫টি একগুচ্ছ সরকারি প্রকল্পের রিমোট টিপে ভার্চুয়ালির উদ্বোধন করেন। তার মধ্যে দশটি সরকারি ইমিগ্রেশনের উদ্বোধন করেন,যাতে ব্যয় হয়েছে ৬ কোটি ১১ লক্ষ টাকা। এছাড়াও পাঁচটি ফাউন্ডেশনের উদ্বোধন করেন। তাতে ব্যয় হয়েছে ২০ কোটি ৩৯ লক্ষ ৭৭ হাজার টাকা। এদিন অনুষ্ঠানের পূর্বে ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরাম প্রাঙ্গনে তমাল গাছের চারা রোপন করেন মুখ্যমন্ত্রী। তারপর মুল অনুষ্ঠানে যোগ দেন তিনি।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, বিধায়ক ভগবান চন্দ্র দাস, ঊনকোটি জেলার জেলা শাসক, ঊনকোটি জেলার পুলিশ সুপার ও মহকুমা শাসক সহ গ্রাম উন্নয়ন দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, আমাদের সরকার জনগণের উন্নয়নের জন্য কাজ করছে। আর এই কাজ শুধু আমরা করতে পারছি আপনাদের সমর্থনের কারনে। এই সরকারের উপর আপনাদের সমর্থন আছে। বিজেপি সরকারকে আমার মনে হয় না এখান থেকে কেউ সরাতে পারবে।কিন্তু এই সরকারকে অনেকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, যেটা তারা করতে পারবে না বলে তিনি জানান।
Akb tv news
05.06.2025