নিজস্ব প্রতিনিধি,
আগরতলা টাউন হলে ত্রিপুরা অনিয়মিত ডিডব্লিউএস
পাম্প অপারেটর সংঘের উদ্যোগে বৃহস্পতিবার আয়োজিত সাংগঠনিক সম্মেলনে কমিউনিস্টকে একহাত নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। তাঁর কটাক্ষ, কমিউনিস্টরা সবসময় গরিবের
দোহাই দেয়। আবার সেই কমিউনিস্ট গরিবদের থেকে চাঁদা তুলে। সাম্প্রতিককালে বন্যায় দুর্গতদের সাহায্যের জন্য কোনও কমিউনিস্ট নেতাদের দেখা যায়নি। রাজ্যে কমিউনিস্টদের
শাসনকাল থাকলে উল্টো তাঁরা গরিবের কাছে চাঁদা আদায় করতো। এদিন তিনি আরও বলেন, তারা
জনগণের কাছে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেন। তাঁরা মিথ্যা কথায় পর্রদশী।
তার অভিযোগ জনগণের স্বার্থে কখনো কমিউনিস্ট কাজ করে নি। পাম্প অপারেটরদের বিভিন্ন দাবি
দাওয়া পূরণ একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই করতে পারবেন। তিনি বলেন ত্রিপুরায় কমিউনিস্ট ক্ষমতায় থাকাকালীন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন
প্রকল্প নিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে। বিভিন্ন প্রকল্পের বিরোধীতা করে জনগনকে রাজপথে
আন্দোলনে নামিয়ে দেওয়ার কাজ করেছেন তাঁরা। কারণ, জনগন সরকারি সুযোগ সুবিধা পান সেটা
কমিউনিস্ট কখনো চায় নি। তাঁর কটাক্ষ, কমিউনিস্টের কাছে রাষ্ট্রের কোনো মূল্য নেই।
তাঁদের কাছে ইউনিয়ন করাটাই মূল্য লক্ষ্য। ভারতে বসে কমিউনিস্টরা চীনের দালালি করে বলে
দাবি করেন সাংসদ বিপ্লব।
Akb tv news
05.06.2025