নিজস্ব প্রতিনিধি,
প্রাকৃতিক দুর্যোগের কারণে গত দুদিন ধরে বটতলা মহা শ্মশানে সৎকার কাজে ব্যাঘাত ঘটেছিল l সোমবার থেকে পুনরায় সৎকারের কাজ স্বাভাবিক করা হয়েছে গ্যাস ও এবং বৈদ্যুতিক চুল্লি গুলিতে l সোমবার বটতলা মহা শ্মশানটি পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার সহ পৌর নিগমের অন্যান্য আধিকারিকরাl তারা পরিদর্শনের পাশাপাশি সৎকারের সব কিছু খতিয়ে দেখেনl পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত জানান মেয়র l তিনি জানান,গত দুই দিন ভারী বৃষ্টির কারণে শহরের বিভিন্ন জায়গায় জল জমে ছিল l সেই জায়গায় বটতলা মহাশ্মানেও সৎকার কাজে কিছুটা বাধা পড়েছিল l তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকায় সৎকার কাজ স্বাভাবিকভাবেই চলছে বলে জানান মেয়র l
Akb tv news
02.06.2025