Type Here to Get Search Results !

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে ।। পরিস্থিতি নিয়ে চিন্তিত কেন্দ্র ।। AKB TV News


 

নিজস্ব প্রতিনিধি,

ভারতে করোনা আতঙ্ক ফের একবার নতুন করে ছড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৬১ জন। তার মধ্যে দিল্লিতে এক দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭ জন। মৃতের সংখ্যা ৪। সরকারি হিসাব অনুসারে, বর্তমানে কেরলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৪৩৫ জন, মহারাষ্ট্রে ৫০৬, দিল্লিতে ৪৮৩, পশ্চিমবঙ্গে ৩৩৯ এবং গুজরাটে ৩৩৮। গত ২৪ ঘণ্টায় কেরল, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রে মোট তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে, বিশেষজ্ঞদের একটা অংশের ধারণা, করোনা নতুন করে ছড়ালেও আগের মত মারণ ক্ষমতা হারিয়েছে এই ভাইরাস। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-এর ডিরেক্টর জেনারেল রাজীব ভল জানিয়েছেন, “দক্ষিণ  এবং পশ্চিম ভারত থেকে পাওয়া নমুনার জিনোম সিকোয়েন্সিং করে জানা গিয়েছে, এটি ওমিক্রনেরই একটি ভ্যারিয়েন্ট।”তবে যে হারে দেশে নতুন করে করোনা বাড়ছে তাতে চিকিৎসা মহলের একাংশের আশঙ্কা, পুরনো কোভিড বিধি ফিরতে পারে। এর পাশাপাশি জনবহুল এলাকায় মাস্ক ব্যবহারের পাশাপাশি বয়স্ক ও ক্রনিক রোগীদের বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার বলে তিনি জানান। 


Akb tv news 

02.06.2025


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.