আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    যাত্রীবাহী হেলিকপ্টার ভেঙে পড়ল গৌরীকুণ্ডের জঙ্গলে ।। নিহত সাত ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    গুজরাটের আহমেদাবাদে বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মাঝ আকাশে দুর্ঘটনা ঘটল। রবিবার কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে আরিয়ান এভিয়েশনের একটি হেলিকপ্টার গৌরীকুণ্ডের জঙ্গলে ভেঙে পড়ে। সূত্রের খবর, কপ্টারটিতে সাত জন যাত্রী ছিলেন।এর মধ্যে এক শিশুও ছিল বলে জানা গিয়েছে। তবে সরকারিভাবে এখনও এনিয়ে কিছু জানানো হয়নি। দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু করেছে এনডিআরএফ এবং এসডিআরএফ। উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভলাপমেন্ট অফরিটি’র তরফে এই দুর্ঘটনা নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, রবিবার ভোর ৫টা ২০ মিনিট নাগাদ সাত জন যাত্রীকে নিয়ে টেক অফ করে হেলিকপ্টারটি। যাঁদের মধ্যে ৬ জন প্রাপ্তবয়স্ক ও একজন শিশু ছিল। যাত্রীরা উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা বলে জানা গিয়েছে।খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। এদিকে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি লেখেন, ‘রুদ্রপ্রয়াগ জেলায় একটি হেলিকপ্টার ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। এসডিআরএফ, এনডিআরএফ এবং স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ শুরু করেছে।’জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারা, যারা জঙ্গলে পাতা কুড়াতে গিয়েছিলেন, তারাই হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখতে পান এবং খবর দেন পুলিশে। প্রসঙ্গত,  গত দুসরা মে থেকে কেদারনাথ যাত্রা শুরু হয়েছে। যাত্রা শুরু হওয়ার পর থেকে একের পর এক দুর্ঘটনা ঘটছে। এটি পঞ্চম দুর্ঘটনা। এর আগে গত ১৭ই মে উত্তরাখণ্ডে এয়ার এম্বুলেন্স এমার্জন্সি ল্যান্ড করে। গত ৭ই জুন চারধাম যাওয়ার পথে রুদ্রপ্রয়াগে রাস্তায় ক্র্যাশ ল্যান্ড করে তীর্থযাত্রীদের নিয়ে যাওয়া হেলিকপ্টার। ওই কপ্টারেও ৫ জন ছিলেন।  


    Akb tv news 

    15.06.2025 

    3/related/default