আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    চুরি যাওয়া বাইক ও টমটম সহ তিন চোর আটক।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    চুরি যাওয়া একটি বাইক ও একটি টমটম সহ তিন চোরকে আটক করতে সক্ষম হয়েছে বটতলা  ফাঁড়ির পুলিশ। রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পশ্চিম থানার ওসি পরিতোষ দাস।তিনি জানান, বটতলা সবজি বাজারের কাছ থেকে একটি টমটম চুরি করে নিয়ে যায় চোরেরা। পরবর্তী সময়ে আমরা আই টি ভবন থেকে সি সি টিভি ফুটেজ এনালাইসিস করে ফুটেজ সংগ্রহ করি ও শিবু সাহা নামে এক চোরকে আটক করতে সক্ষম হয়েছি। তার বাড়ি আড়ালিয়া চৌমুহনী এলাকায়। তার কাছ থেকে চুরি যাওয়া টমটমটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। এরপর তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নম্বর বিহীন একটি বাইক উদ্ধার করা হয়। এর আগেও সে একটি টমটম চুরি করেছিল।এই ঘটনায় আরও দুজনকে আটক করা হয়েছে। তারা হল-রাজু দাস  ও দুলাল দাস। রবিবার তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। 


    Akb tv news 

    15.06.2025 


    3/related/default