নিজস্ব প্রতিনিধি,
আবারো অশান্ত মণিপুর রাজ্য। বৃহস্পতিবার এই
রাজ্যের চূড়াচাঁদপুর জেলার চিংফেই গ্রামে নিরাপত্তা বাহিনী ও সন্দেহভাজন কুকি জঙ্গিদের
মধ্যে সংঘর্ষ বাঁধে। দু’পক্ষের সংঘর্ষে মৃত্যু হয় কুকি সম্প্রদায়ের এক মহিলার। এদিকে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত হয় বিষ্ণুপুর জেলার পার্শ্ববর্তী ফুবালা
গ্রামে বন্দুক হামলায় এক মেইতেই কৃষক আহত হওয়ার পর। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা
ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত, এই এলাকায় বসবাসকারী মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে
সমস্যা দীর্ঘদিনের। কিন্তু দু’পক্ষকে এক হয়ে আন্দোলন করতে দেখা যায়। এদিকে, প্রশাসন
সূত্রে খবর, বৃহস্পতিবার বিকালে বিষ্ণুপুর-চূড়াচাঁদপুর সীমান্ত এলাকায় অবস্থিত ফুবালা
গ্রামে হামলা চালায় একদল সশস্ত্র দুষ্কৃতী। মাঠে কৃষিকাজ করা এক কৃষকের ওপর গুলি পর্যন্ত
চালানো হয়। আহত কৃষকের নাম নিংথৌজম বীরেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
Akb tv news
20.06.2025