নিজস্ব প্রতিনিধি,
২১শে জুন শনিবার বিশ্ব যোগা দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন অন্ধ্রপ্রদেশে আয়োজিত এক আন্তর্জাতিক যোগা দিবস অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এটি বন্দর নগরী বিশাখাপত্তনমের আর কে বিচ থেকে ভোগপুরম পর্যন্ত বিস্তৃত ২৬ কিলোমিটার দীর্ঘ করিডোরে অনুষ্ঠিত হবে। এই করিডোরে এক সাথে ৩ লক্ষেরও বেশি মানুষ যোগ ব্যায়াম করতে পারবেন। এব্যাপারে মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেন, শনিবার সকাল সাড়ে ছয়টা থেকে সকাল ৮ টা পর্যন্ত নির্ধারিত এই অনুষ্ঠানটি এমনভাবে আয়োজন করা হবে যাতে স্বীকৃতি পাওয়া যায় এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ে ওঠে। প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশ সরকার শুধুমাত্র বিশাখাপত্তনমে নয়, ২১শে জুন রাজ্য জুড়ে একযোগে কার্যক্রম আয়োজনের মাধ্যমে কয়েক লক্ষ মানুষকে একত্রিত করে যোগ ব্যায়ামে একাধিক রেকর্ড গড়ার লক্ষ্যে কাজ করছে বলে জানা গেছে।
Akb tv news
20.06.2025

