আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগরতলা শহরের জন্য গোলাপি রঙের অটো ।। সাংবাদিক সম্মেলনে পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    আগরতলা শহরের পারমিট ধারি অটো গাড়ির চালকদের সাথে অন্যান্য মহকুমার অটো গাড়ির চালকদের অযথা বিবাদ এবং যানজট এড়ানোর লক্ষ্যে এখন থেকে আগরতলা শহরের পারমিট ধারি অটোতে  গোলাপি রঙ থাকবে এবং অন্যান্য মহকুমার অটো চালকদের আগরতলা শহরে প্রবেশে তাদের যাত্রীদের বিমানের টিকিট কিংবা চিকিৎসকের প্রেসক্রিপসন দেখাতে হবে। এই দুটো ক্ষেত্রেই মহকুমার অটো চালকদের ছাড় দেবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মহাকরণে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি এদিন জানান যে আগরতলা শহরে অটো চালকদের বিভিন্ন সমস্যার  প্রতি নজর রেখে গত ১০ই জুন পরিবহন দফতরের বিভিন্ন আধিকারিক, পুলিশ প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের সহ অন্যান্য বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিক সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্ব গাড়ির চালকদের সাথে এক আলোচনা করা হয়। এই আলোচনায় সিদ্ধান্ত গৃহীত হয় যে আগরতলা শহরের মধ্যে অর্থাৎ আগরতলা পুর নিগম এলাকার মধ্যে যে সকল পারমিট ধারি অটো গাড়ি রয়েছে তাদের সামনের দিকে একটু পিংক বা গোলাপি রঙ করতে হবে। আগামী এক মাসের মধ্যে তা করে ফেলতে হবে। আর অন্যান্য মহকুমার অটো গাড়ি যেমন আছে তেমনই থাকবে। যাতে প্রশাসনের তা চিনতে সহায়ক হয়। পাশাপাশি আরও সিদ্ধান্ত গৃহীত হয় যে অন্যান্য মহকুমার অটো গাড়ির আগরতলা শহরে প্রবেশে দুটো বিষয়ের প্রতি ছাড় দেওয়া হবে। একটি হল যদি কোন অন্য মহকুমার অটো গাড়ি বিমান বন্দরের কোন প্যাসেঞ্জারকে নিয়ে আসেন তবে এ ক্ষেত্রে তাদের সেই প্যাসেঞ্জারের বিমানের টিকিটের কপি দেখাতে হবে এবং রাজ্যের হাসপাতাল গুলিতে বা চিকিৎসকের কাছে কোন রোগী নিয়ে আসলে সে ক্ষেত্রে সেই রোগীর চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাতে হবে। অন্যথায় সে অটো গুলিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জরিমানা করা হবে। এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করার কারন হলে যাতে আগরতলা শহরের পারমিট পাওয়া কোন অটো চালকের সাথে মহকুমার কোন অটো চালকের বিবাদ না হয় এবং অযথা যান জট এড়ানো যায়। 


    Akb tv news  

    17.06.2025

    3/related/default