নিজস্ব প্রতিনিধি,
আগামী ২১শে জুন বিশ্ব যোগা দিবস। এই যোগা
দিবসকে সামনে রেখে মঙ্গলবার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের প্রেস কর্নারে এক সাংবাদিক
সম্মেলনের আয়োজন করে রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দফতর। সেখানে উপস্থিত ছিলেন দফতরের মন্ত্রী
টিংকু রায় সহ দফতরের অন্যান্য আধিকারিকরা। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, আগামী ২১শে
জুন বিশ্ব যোগা দিবস।এবছর ১১তম যোগা দিবস। এবছর যোগা দিবসের থিম হল ‘ এই পৃথিবী এক
স্বাস্থ্য’। এই থিমের উপরই এবার গোটা দেশে এই দিনটি পালন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদী এবার জোর দিয়েছেন যেন আমাদের গোটা ভারতে ১ লক্ষ জায়গাতে যোগা দিবস পালন করা হয়।
পৃথিবীর ১০টি দেশের সঙ্গে যৌথ উদ্যোগে যেন এই যোগা দিবস পালন করা হয়। সেই রকমই সিদ্ধান্ত
নেওয়া হয়েছে বলে তিনি জানান। এদিন মন্ত্রী জানান, রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা
দপ্তর ১০ বছর বা এর অধিক বয়সের ৬০ শতাংশের অধিক দিব্যাঙ্গজন ব্যক্তিবর্গ যাদের পারিবারিক
বাৎসরিক আয় সর্বাধিক ১ লক্ষ টাকা এমন সকল শ্রেণীর দিব্যাঙ্গজন ব্যক্তিবর্গদের ১০০ শতাংশ সামাজিক ভাতা সুরক্ষার আওতায় আনার উদ্দ্যোগ
গ্রহন করেছে।
Akb tv news
17.06.2025