নিজস্ব প্রতিনিধি,
অতি সম্প্রতি সংঘটিত আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের ভয়াবহ দুর্ঘটনার
ছবি এখনও তাজা। তার মধ্যে মাঝ আকাশে ব্রিটিশ এয়ারওয়েজের বোয়িং ড্রিমলাইনারে
যান্ত্রিক ত্রুটি। চেন্নাইগামী ব্রিটিশ এয়ারওয়েজ হিথরো বিমানবন্দর থেকে ওড়ার পরই
যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। কোনও রকম ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি হিথরো বিমান বন্দরেই
বিমানটিকে অবতরণ করানো হয়। এক বিবৃতিতে ব্রিটিশ
এয়ারওয়েজ জানিয়েছে, টেকনিক্যাল ইস্যুর কথা জানতে পারার পরই সতর্কতামূলক ব্যবস্থা
হিসেবে বিমানটিকে হিথরো বিমানবন্দরেই ফিরিয়ে আনা হয়। বিমানটি নিরাপদে অবতরণ করেছে।
যাত্রী ও বিমান কর্মীরা প্রত্যেকেই নিরাপদে রয়েছেন। যত দ্রুত সম্ভব যাত্রীরা যাতে
যাত্রা শুরু করতে পারেন, তার চেষ্টা করা হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। রবিবার
নির্ধারিত সময়ের চেয়ে ৩৬ মিনিট পরে ছেড়েছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। মাঝ আকাশ
থেকে ফের হিথরো বিমানবন্দরে ফিরে আসার আগে আকাশে একাধিক চক্কর কেটেছে।
Akb tv news
16.06.2025