আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মহিলাদেরকে আত্ম নির্ভর করে তোলাই এই কর্মশালার লক্ষ্য।। মন্ত্রী টিংকু রায় ।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধি,

    সোমবার রাজধানীর প্রজ্ঞা ভবনে মহিলা সংক্রান্ত আইন এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা সম্পর্কিত বিভিন্ন প্রকল্প বিষয়ক এক দিনের রাজ্যস্তরীয় কর্মশালার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা।প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী। অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের সামনে মন্ত্রী বলেন, মহিলাদেরকে আত্ম নির্ভর করে তোলা, সি ডব্লিউ সি বা মহিলা কমিশন, এমনকি মহিলারা যারা দফতরে কাজ করেন এদেরকে এক প্রকার প্রশিক্ষন দেওয়া হয়। আমাদের বিশেষজ্ঞরা এদেরকে প্রশিক্ষন দেবেন দিনভর। বিভিন্ন আইনি বিষয়ে এদেরকে অবগত করানো।পাশাপাশি মহিলাদের  জন্য যে সমস্ত সরকারি স্কিম গুলি রয়েছে আমাদের তরফ থেকে এদেরকে অবগত করানো হবে বলে তিনি জানান।      


    Akb tv news 

    16.06.2025

     

    3/related/default