নিজস্ব প্রতিনিধি,
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে জি-৭ সম্মেলনে আমন্ত্রণ জানালেন
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্ন। ভারত যে এই সম্মেলনে যোগ দিতে আগ্রহী, সেকথা
জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন প্রধানমন্ত্রী। সঙ্গে ধন্যবাদ জানালেন
কানাডার প্রধানমন্ত্রীকেও।প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘কানাডার
প্রধানমন্ত্রী মার্ক কার্নের ফোন এসেছিল। আমি আনন্দিত-উচ্ছ্বসিত। অতি সম্প্রতি নির্বাচনে তাঁর জয়ের জন্য তাঁকে শুভেচ্ছা
জানিয়েছি এবং জি-৭ বৈঠকে আমায় আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছি।’’ সঙ্গে তিনি জানিয়েছেন,
চলতি মাসের শেষের দিকেই কানানাস্কিসে জি-৭ বৈঠকে যোগ দেবে ভারত। আর সেক্ষেত্রে
ভারত অত্যন্ত আগ্রহী। আগামী ১৫ থেকে ১৭ জুন দুদিন ব্যাপী জি-৭ সম্মেলন আয়োজিত
হতে চলেছে। এবারের আয়োজক কানাডা। আর সেই কারণেই
কানাডার প্রধানমন্ত্রী ফোন করে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। রীতি
অনুযায়ী, আয়োজক দেশ জি-৭ জোটের বাইরে থাকা কিছু দেশকেও বৈঠকে যোগ দেওয়ার আহ্বান
জানায়।
Akb tv news
07.06.2025