আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ঘটনার তিনদিন পর শনাক্ত করা হল গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির দেহ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    বহু তৎপরতার পর অবশেষে শনাক্ত করা হল গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির দেহ।  ডিএনএ পরীক্ষার পর শনাক্তকরণ সম্ভব হয়েছে বলে জানা গেছে। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল প্রয়াত বিজেপি নেতার পরিবারকে খবর দিয়েছেন। তিনি ও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ প্যাটেল বিজয় রূপানির বাড়িতে গিয়েছিলেন বলে জানা গেছে। প্রসঙ্গত, আহেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় একজন যাত্রী বরাত জোরে রক্ষা পেলেও, বিমানে থাকা বাকি ২৪১ জনেরই মৃত্যু হয়েছে। যার মধ্যে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও। ১২ই জুন আহমেদাবাদ  থেকে লন্ডনের উদ্দেশে পাড়ি দেওয়ার জন্য এয়ার ইন্ডিয়ার ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানে সওয়ার হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।বিজয়ের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, ১২ তারিখের লন্ডন যাত্রা প্রথম পছন্দ ছিল না তাঁর। কিন্তু ভাগ্যের ফেরে শেষ মেষ এই বিমানেই উঠতে হয় তাঁকে।


    Akb tv news 

    15.06.2025 


    3/related/default