নিজস্ব প্রতিনিধি,
বিশ্ব
রক্তদাতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে শনিবার আগরতলার প্রজ্ঞা ভবনে রাজ্য সরকারের
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই
অনুষ্ঠানে রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের ওয়েব পেইজ ত্রিপুরা রক্তকোষ এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। এদিন তিনি তাঁর বক্তব্যে উল্লেখ
করেন যে এই দিবসকে কেন্দ্র করে স্বাস্থ্য দফতরের মুখপাত্র স্বাস্থ্য সংবাদের
প্রকাশ যেমন করা হয় তেমনি ২০২৫- ২৬ অর্থ বছরের রক্তদানের ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। ২০০৫ সাল থেকে এই বিশ্ব রক্তদান দিবস
উদযাপন করা হচ্ছে। কার্ল লেন স্টেইনারের জন্মদিন উপলক্ষে এই দিবসটি পালন করা হয় সাড়া বিশ্বে। এ বছরের থিম হল GIVE
BLOOD - GIVE HOPE -
TOGETHER WE SAVE LIFE অর্থাৎ রক্তদান কর , আশার সঞ্চার কর এবং একত্রে আমরা জীবন রক্ষা করতে পারি। মুখ্যমন্ত্রী এদিন এই প্রসঙ্গে ফের যুবাদের
রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যাতে মুমুর্ষ রোগীদের জীবন বাঁচানো যায়। তবে
এদিন তিনি উল্লেখ করেন যে রাজ্যের ব্লাড ব্যাংক গুলোতে মাঝে মধ্যে রক্ত সংকট দেখা
দেয়। বিশেষ করে নির্বাচনের সময়। কেননা বিভিন্ন সময়
নির্বাচন হয়ে থাকে। এদিকটি উল্লেখ করে এদিন মুখ্যমন্ত্রী প্রসঙ্গক্রমে প্রধানমন্ত্রীর এক দেশ এক ভোটের পক্ষে
জোরালো সওয়াল করে একে কার্যত সমর্থন করে বলেন যদি এমনটা হয় তবে অনেক উপকার হবে।
সময় যেমন বাঁচবে তেমনি ব্লাড ব্যাংক গুলোতে রক্তের সংকট কাটিয়ে উঠা যাবে। এই
অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য
দফতরের সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধিকর্তা প্রমুখ। অনুষ্ঠানে
বিভিন্ন জনদের হাতে শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।
Akb tv news
14.06.2025