নিজস্ব প্রতিনিধি,
গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শুক্রবার রাতে কাঞ্চনমালা গোকুল সর্দার পাড়া এলাকার নারায়ন দাসের ছেলে কাজল দাসের নেতৃত্বে তার পরিবারের বেশ কয়েকজন মিলে তাণ্ডব চালায়। হাসপাতালের চিকিৎসকদের সাথে দুর্ব্যবহার সহ চিকিৎসকদের উপর আক্রমণ করার চেষ্টা করে। এমনকি বিশ্রী ভাষায় গালিগালাজ সহ তাদেরকে দেখে নেওয়ার হুমকি প্রদান করে বলে অভিযোগ। এই ঘটনার পর কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের এবং আমতলী থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। শনিবার কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষের তরফ থেকে আমতলী থানায় লিখিত আকারে একটি মামলা দায়ের করা হয়। পুলিশ মামলা হাতে নিয়ে শনিবার রাতে মামলার তদন্তকারী অফিসার রঞ্জিত চৌধুরী সহ অন্যান্য পুলিশ ও টি এস আর বাহিনী কাঞ্চনমালা বাজার থেকে অভিযুক্ত কাজল দাসকে গ্রেফতার করে। এই ঘটনার সাথে যুক্ত অপর দু’জন প্রয়াত কালিপদ দাসের ছেলে সায়ন দাস এবং তার মা খোকন দাস রবিবার সকালে আমতলী থানায় গেলে তাদেরকেও গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে সমস্ত আইনি প্রক্রিয়া শেষে তিন অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়। একটি সরকারি হাসপাতালে এই ধরনের ঘটনায় গোটা কাঞ্চনমালা এলাকা জুড়ে অভিযুক্তদেরকে কঠোর শাস্তি দেওয়ার দাবি উঠেছে। প্রসঙ্গত, শুক্রবার রাতে কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই ধরনের ঘটনায় চিকিৎসক মহল হতবাক।
Akb tv news
22.06.2025