রবিবার ত্রিপুরা ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিওথেরাপি ত্রিপুরা রাজ্য শাখার মহিলা সেলের তরফে আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষ্যে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আয়োজিত শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দফতরের মন্ত্রী টিংকু রায় ও জিমনাষ্ট দীপা কর্মকার সহ অন্যান্যরা।প্রদীপ জ্বালিয়ে শিবিরের সূচনা করেন মন্ত্রী। অনুষ্ঠানে তিনি বলেন,রক্তের প্রয়োজন যাতে কম হয়, তার জন্য রক্তদান করুন। তার জন্য সকলের কাজ করতে হবে। আমরা সকলেই বলি যে রক্তদান বাড়াতে হবে। রক্তদান বাড়ানোর পাশাপাশি রক্ত যেন কম লাগে বা কম ব্যবহার হয়, তার জন্য আমাদেরকে কাজ করতে হবে বলে তিনি জানান।অনুষ্ঠান শেষে শিবিরটি ঘুরে দেখেন মন্ত্রী।
22.06.2025

