আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সরকার স্বচ্ছ নীতিতে বিশ্বাসী ।। সেই ভাবেই কাজ করে যাচ্ছে।। জানালেন মুখ্যমন্ত্রী।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধি,

    রাজ্যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। এরই অঙ্গ হিসেবে সাব্রুম থেকে শুক্রবার দক্ষিণ জেলায় মোট ১৯ টি প্রজেক্টের ৩২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এর মধ্যে পিএমশ্রী সাব্রুম  উচ্চতর মাধ্যমিক বালিকা  বিদ্যালয়ে ১০০ শয্যা বিশিষ্ট চারতলা উপজাতি ছাত্রী হোস্টেল এদিন তিনি সরাসরি উদ্বোধন করেন। সাথে ছিলেন মন্ত্রী   শুক্লাচরণ  নোয়াতিয়া, দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত,  বিধায়ক মাইলাফ্রু  মগ, দক্ষিণ জেলার জেলা শাসক মহম্মদ সাজেদ পি প্রমুখ। পরে সাব্রুম টাউন হল থেকে দক্ষিণ জেলার বেশ কিছু শেষ হওয়া প্রজেক্ট ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে আছে বিলোনিয়ার বিকে আই স্কুলের  অতিরিক্ত ক্লাসরুম, সাইন্স লাইব্রেরী ও টয়লেট, যাতে ব্যয় হয়েছে ৩ কোটি ১৫ লক্ষ টাকা। সোনাইছড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিল্ডিং  যাতে ব্যয় হয়েছে ১ কোটি ৭০ লক্ষ টাকা। মুহুরিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যার জন্য ব্যয় হয়েছে ৩ কোটি ২৯ লক্ষ টাকা। কলসি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের  বিল্ডিং যার জন্য ব্যয় হয়েছে ১ কোটি ৩২ লক্ষ টাকা। তাছাড়া  একটি ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ব্যয় হয় ২ কোটি ৭৭ লক্ষ টাকা। সাব্রুম টাউন হলে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সুচনা করেন। স্বাগত ভাষন দেন দক্ষিণ জেলার জেলা শাসক মহম্মদ সাজেদ পি। মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে  দক্ষিণ জেলায় নতুন করে উন্নয়ন শুরু হয়েছে। তবে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা রাজ্যের সামগ্রিক উন্নয়নের চিত্র তাঁর বক্তব্যে তুলে ধরেন। পরিষ্কার জানান সরকার স্বচ্ছ নীতিতে বিশ্বাসী এবং সেই ভাবে কাজ করে যাচ্ছে।  


    Akb tv news 

    20.06.2025

    3/related/default