নিজস্ব প্রতিনিধি,
২০ জুন শুক্রবার ছিল দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন। এই বিশেষ
দিনে রাষ্ট্রপতিকে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি ও উপ-মুখ্যমন্ত্রী কনক বর্ধন
সিং দেও আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন। নেতৃবৃন্দ সোশ্যাল মিডিয়ায় বার্তা
দিয়ে রাষ্ট্রপতির জীবনযাত্রা, সংগ্রাম ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে তাঁর সুস্থতা
ও দীর্ঘায়ু কামনা করেন। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি এক্স-এ লেখেন, “ওড়িশার মাটির
মা শক্তির প্রতীক, আমাদের গর্ব ও সম্মানের উৎস, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজিকে জন্মদিনের
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার জীবন সংগ্রাম, নিষ্ঠা ও সাফল্যের এক অসাধারণ দৃষ্টান্ত।
এক সাধারণ আদিবাসী পরিবার থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত আপনার যাত্রা প্রতিটি দেশবাসীর
জন্য প্রেরণাদায়ক। এদিকে, উপ-মুখ্যমন্ত্রী কনক বর্ধন সিং দেও এক্স-এ লেখেন, “রাষ্ট্রপতি
দ্রৌপদী মুর্মুজিকে জন্মদিনের শ্রদ্ধাপূর্ণ শুভেচ্ছা। মর্যাদা, সহনশীলতা ও প্রজ্ঞার
এক উজ্জ্বল প্রতীক তিনি।
Akb tv news
20.06.2025
