নিজস্ব প্রতিনিধি,
১৯শে জৈষ্ঠ্য মঙ্গলবার শ্রী শ্রী লোকনাথ বাবার
১৩৫ তম তিরোধান দিবস। প্রতি বছরের মত এবছরও রাজধানীর লোকনাথ আশ্রমে লোকনাথ বাবার তিরোধান
দিবস উপলক্ষে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়। এদিন সকাল থেকে শুরু হয় পূজার্চনা
l এবিষয়ে লোকনাথ আশ্রমের এক কর্মকর্তা জানান, শ্রী শ্রী লোকনাথ বাবার ১৩৫ তম তিরোধান
দিবস উপলক্ষ্যে গত শনিবার অরবিন্দ সোসাইটিতে দু:স্থদের মধ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী
বিতরণ করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল। মঙ্গলবার সকালে প্রথমে লোকনাথ আশ্রমে বাল্য
ভোগ প্রদান করা হয়। তারপরই অনুষ্ঠিত হয় বিশেষ পূজার্চনা। পূজা শেষে অঞ্জলি প্রদান
করেন ভক্তরা। দুপুরে বিতরণ শুরু হয় মহা প্রসাদ। এই পূজাকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই
লোকনাথ বাবার আশ্রমে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল।
Akb tv news
03.06.2025