নিজস্ব প্রতিনিধি,
সোমবারের পর মঙ্গলবারও ত্রান শিবিরে বন্যা দুর্গতদের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।এদিন ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অধীন প্রতাপগড় ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে এান শিবিরে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এদিন উনার সঙ্গে ছিলেন পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য ও ১৩ প্রতাপগড় মন্ডলের মণ্ডল সভাপতি স্বপ্না দাস সহ দলের অন্যান্য নেতৃত্বরা।এদিন ত্রান শিবিরে মোট ১৬৮০ জনকে এান বিতরণ করেন সাংসদ।সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেব বলেন, রাজ্যে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় মানুষের এখন ত্রান শিবির থেকে বাড়িতে যাওয়ার সময় হয়েছে। আর যাওয়ার সময় তাদের যাতে দু-চার দিনের খাদ্য সামগ্রীর ব্যবস্থা থাকে, তার ব্যবস্থা আমি ব্যক্তিগত ভাবে করে দিচ্ছি।এখানে যারা আছেন, তারা দিন এনে কাজ করে খায়।তো এদের বাড়িতে গিয়ে বাড়িঘর পরিস্কার পরিচ্ছন্ন করতে হবে। তাই তারা তিন চারদিন কাজ করতে পারবেন না। এই তিন চার দিনের জন্যই খাবার দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
Akb tv news
03.06.2025