আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মানসিক অবসাদ থেকে মুক্তি পেতে যোগাসন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।। আন্তর্জাতিক যোগা দিবসে মুখ্যমন্ত্রী ।। AKB TV News

    আরশি কথা



     নিজস্ব প্রতিনিধি,

    ২১শে জুন শনিবার আন্তর্জাতিক যোগা দিবস। সারা দেশের সাথে তাল মিলিয়ে রাজ্যেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ১১তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। প্রতি বছর সরকারি ভাবে এই দিনটি পালন করা হয়ে থাকে। এবারও সরকারি ভাবে মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয় হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, বিধায়ক রাম প্রসাদ পাল, বিধায়িকা মিনা রানী সরকার ও জিমনাষ্ট দীপা কর্মকার সহ অন্যান্যরা। প্রদীপ জ্বালিয়ে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অথিতিরা অনুষ্ঠানের সূচনা করেন। এদিন সকলের সঙ্গে যোগায় অংশ নেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অথিতিরা। হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত যোগা দিবসে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, যোগাসন প্রাচীন ভারতীয় ঐতিহ্যের মধ্যে নিহিত। মানসিক অবসাদ থেকে মুক্তি পেতে যোগাসন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে বলে তিনি জানান। তিনি আরও জানান, এখনকার সময়ের ছেলে মেয়েরা ইন্টারনেট ও মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। তাদের যোগার প্রতি যতটা আকর্ষণ থাকা দরকার তা অনেকটা কমে গেছে। তাই যোগা দিবস যে আমরা পালন করছি, তা যেন একদিনের জন্য না হয় বলে মুখ্যমন্ত্রী জানান।

     Akb tv news 

    21.06.2025

     

    3/related/default