আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    যোগাসন আমাদের মন ও স্বাস্থ্যকে সুস্থ রাখে ।। তাই নিয়মিত যোগাসন করুন।। মন্ত্রী ও সাংসদ ।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধি,

    ২১শে জুন আন্তর্জাতিক যোগা দিবস। প্রতি বছরের মত এবছরও সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে সারা রাজ্যেও দিনটি উদযাপন করা হয়। এবছর নীরমহলে আয়োজিত আন্তর্জাতিক যোগা দিবসে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা।প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত অথিতিরা।অনুষ্ঠানে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, যোগাসন আমাদের শরীর ও মনকে সুস্থ রাখার এক অনবদ্য মাধ্যম। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় গোটা দেশের সাথে সৌদি আরবেও যোগা দিবস পালন করা হয়ে থাকে। একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই তা সম্ভব হয়েছে। যোগাসন আমাদের মন ও স্বাস্থ্যকে সুস্থ রাখে। তাই প্রত্যেকে মন ও স্বাস্থ্য সুস্থ রাখতে যোগাসন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি জানান।এদিন অনুষ্ঠানে মন্ত্রী ও সাংসদ সহ সকলে যোগায় অংশ নেন।


    Akb tv news 

    21.06.2025

     

    3/related/default