আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    লক্ষ্মী নারায়ণ বাড়িতে অম্বুবাচী উপলক্ষে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা।। AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    রবিবার দুপুর থেকে শুরু হয়েছে অম্বুবাচী তিথি। সেই উপলক্ষে সোমবার সকালে রাজধানীর লক্ষ্মী নারায়ণ বাড়ী মন্দিরে ভক্তবৃন্দের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। পরিবার ও স্বামী, সন্তানের মঙ্গল কামনায় মহিলারা সিঁদুর খেলায় মেতে উঠেন। প্রসঙ্গত উল্লেখ্য, অম্বুবাচী শব্দটি অম্বু ও বাচী  এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। অম্বু অর্থ জল ও বাচী অর্থ বসন্ত। শাস্ত্রমতে অম্বুবাচী মানে  নারীর শক্তি এবং তাদের জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রতিফলিত করে। প্রতি বছর ইংরেজি জুন মাস ও বাংলা আষাঢ় মাসে অম্বুবাচী তিথি উপলক্ষ্যে গোয়াহাটিস্হিত মা কামাখ্যা মন্দিরে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। দেশ বিদেশে থেকে সাধু সন্তরা আসেন এখানে। সারা  দেশব্যাপী চারদিন বিভিন্ন মন্দিরে ভক্তবৃন্দরা পূজার্চনা করে থাকেন। বিশেষ করে মহিলারা স্বামী, সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় পূজার্চনা করেন। একই ভাবে প্রতি বছর আগরতলার লক্ষ্মীনারায়ান বাড়িতেও ভক্তবৃন্দের ভিড় লেগে থাকে। স্বামীর মঙ্গলার্থে চার দিন লক্ষ্মীনারায়ণ বাড়িতে পুজো এবং মহিলারা সিঁদুর খেলায় মেতে উঠেন।

    Akb tv news 

    23.06.2025


    3/related/default