নিজস্ব প্রতিনিধি,
“অযথা ধ্বংসাত্মক ধ্বংসলীলা নয়, ইরানের মাটিতে
সুনির্দিষ্ট হামলা চালাবে ইজরায়েল।ইরানের মাটিতে মার্কিন হামলার পর রবিবার সাংবাদিক
বৈঠকে যুদ্ধের রোডম্যাপ স্পষ্ট করে দিলেন ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু।
একইসঙ্গে তিনি স্পষ্ট করলেন, নির্দিষ্ট লক্ষ্যপূরণ না হওয়া পর্যন্ত থামবে না তেল আভিভ।রবিবার
ভোরে ইরানের তিনটি পরমাণু কেন্দ্র ফরদো, নাতানজ ও ইসফাহান লক্ষ্য করে হামলা চালিয়েছিল
মার্কিন বমারু বিমান বি-২। এই হামলার সঙ্গেই
এই যুদ্ধে সরাসরি নেমে পড়েছে আমেরিকা। মার্কিন হামলার পর ইজরায়েলের মাটিতে প্রত্যাঘাত
শুরু করেছে ইরান। হাইফা, তেল আভিভের মত শহরগুলিতে ধ্বংসযজ্ঞ শুরু করেছে ইরানে মিসাইল।
তিনি বলেন, “অযথা ধ্বংসাত্মক হামলায় কোনও আগ্রহ নেই ইজরায়েলের। প্রয়োজনের চেয়ে বেশি
কিছুই করব না আমরা। তবে যা করব তা হবে সুনির্দিষ্ট ও ভয়ংকর। এই সামরিক অভিযান তখনই
শেষ হবে যখন ইজরায়েল নির্ধারিত লক্ষ্যপূরণ করবে বলে তিনি জানান।”
Akb tv news
23.06.2025