আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধি,

    নয়াদিল্লি থেকে ফোন করা হল বিধ্বস্ত তেহরানে। রবিবার ভোরে ইরানের তিন পরমাণু কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে আমেরিকা। এদিন বেলা গড়াতেই ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তারপরই নিজের সমাজ মাধ্যমে তুলে ধরেন সেই বার্তালাপের কথা।এদিন নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে নরেন্দ্র মোদী লিখেছেন, ‘ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে।  সেদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেকটাই আলোচনা হয়েছে। গোটা ঘটনা খুবই উদ্বেগজনক। অবিলম্বে আমাদের উত্তেজনা প্রশমনের মাধ্যমে কূটনৈতিক স্তরে আলোচনা করা প্রয়োজন।’ প্রথম থেকে যে কোনও রকম যুদ্ধ, তা রাশিয়া-ইউক্রেন হোক বা ইজরায়েল-গাজা বা ইজরায়েল-ইরান। প্রতি ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার চেষ্টা করেছে ভারত।


    Akb tv news 

    22.06.2025


    3/related/default