আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    গত ১১ বছরে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে ।। দাবি প্রধানমন্ত্রীর ।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধি,

    ৯ই জুন সোমবার কেন্দ্রে এনডিএ সরকারের শাসনকালের ১১ বছর পূর্ণ হয়েছে।এরপর দিন  অর্থাৎ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করলেন, গত ১১ বছরে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের মূলে রয়েছে আধুনিকীকরণ ও আত্মনির্ভরতার  সংকল্প।স্বাধীনতার ৭৫ বছরে ‘আত্মনির্ভর ভারতের অঙ্গীকার করেছিলেন নরেন্দ্র মোদি। সম্ভবত যার বাস্তবায়ন সবথেকে বেশি করে দেখা গিয়েছে প্রতিরক্ষা ক্ষেত্রে। ইতিমধ্যে দেশের গুজরাট, উত্তরপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যে তৈরি হয়েছে ও আবার হচ্ছে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামের কারখানা। এই বিষয়ে এদিন প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, “গত ১১ বছরে আমাদের প্রতিরক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।মূল লক্ষ্য হল আধুনিকীকরণ এবং প্রতিরক্ষা উৎপাদনে  স্বনির্ভর হওয়া। ভারতকে আরও শক্তিশালী করার সংকল্পে ভারতের জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন তা দেখে আনন্দিত বোধ করছি।এদিন আত্মনির্ভরতার সাফল্যকে তুলে ধরতে প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানির পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। ওই পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪-‘১৫ অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা রপ্তানির পরিমাণ ছিল ১, ৯৪০ কোটি টাকা, ২০২৪-‘২৫ অর্থবর্ষে তা পৌঁছে গিয়েছে ২৩, ৬২২ কোটি টাকায়। দেশীয় প্রযুক্তিতে তৈরি একাধিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার কথাও তুলে ধরা হয়েছে মোদি সরকারের এক দশকের সাফল্য হিসাবে। উল্লেখ্য, বিশ্বশান্তির জন্য রাষ্ট্রসংঘের নেতৃত্বে ৫০টি মিশনে গিয়েছে ভারতের ২.৯ লক্ষ সেনা।


    Akb tv news 

    10.06.2025

    3/related/default