আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পয়সা শুধু খরচ করলেই চলবে না, সেই খরচের যে মর্যাদা, তা যেন সাধারণ মানুষের জন্য কার্যকর হয়।। মুখ্যমন্ত্রী।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধি,

    অতি সম্প্রতি দিল্লি থেকে AIIMS এর এক প্রতিনিধি দল রাজ্যে এসেছিল। রাজ্যে এসে প্রতিনিধি দলটি মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সঙ্গে বৈঠকও করেছিল।AIIMS এর প্রতিনিধি দলের রাজ্য সফরকে কেন্দ্র করে মঙ্গলবার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। প্রতিক্রিয়ায় তিনি বলেন, উনারা রাজ্য থেকে গিয়ে কোন রিপোর্ট দেয় নি। আমাদের কাছে সব আছে। বিভিন্ন অনুষ্ঠানে আমার AIIMS এর অধিকর্তার সঙ্গে কথা হয়েছে। তিনি নিজেও একজন বিশিষ্ট প্যাডিয়াট্রিক সার্জেন। কিভাবে হসপিটাল ম্যানেজ করতে হয়, উনার সেক্ষেত্রে বিশেষ ধারনা আছে। আমি উনাকে একবার বলেছিলাম আমাদের রাজ্যে আসতে হবে। সেই অনুসারে তিনিও টিম নিয়ে এখানে এসেছেন। পয়সা শুধু খরচ করলেই চলবে না, সেই খরচের যে মর্যাদা, তা যেন সাধারণ মানুষের জন্য কার্যকর হয়, তারজন্য উনাদেরকে বলেছি রাজ্যে আসতে। তারা এখানে এসে সবকিছু দেখে প্রশংসা করেছে বলে তিনি জানান।


    Akb tv news 

    10.06.2025

     

    3/related/default