নিজস্ব প্রতিনিধি,
শনিবার আগরতলায় ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে নতুন লাইফ মেম্বারদের সংবর্ধনা জানানোর পাশাপাশি সকল আজীবন সদস্যের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী (ড.) মানিক সাহা, রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি সম্পাদক সহ অন্যান্যরা। আই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্যদের কাছে আবেদন রাখেন যাতে করে তারা তাদের সন্তানদের ক্রিকেট খেলার প্রতি উৎসাহ দেয়। পাশাপাশি তিনি ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন যাতে স্বচ্ছতার সাথে কাজ করে সে দিকের প্রতিও পরোক্ষ ভাবে নজর রেখে চলেছেন বলে জানান। এদিন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী জানান রাজ্য সরকার ক্রীড়া কাঠামোর উন্নতি কল্পে কাজ করে চলেছে। রাজ্যে ইতিমধ্যেই ১৫ টি এসট্রো টার্ফ সিনথেটিক মাঠ এবং ২০ টি প্রাকৃতিক খেলার মাঠ তৈরি হয়েছে বা কয়েকটি এখনো উদ্বোধনের অপেক্ষায় আছে। রাজ্যের বিভিন্ন জেলায় ইনডোর হল তৈরির কাজ চলেছে। যাতে খেলাধুলাকে সাড়া রাজ্যে ছড়িয়ে দেওয়া যায়। এছাড়া খেলোয়াড়দের জন্য রাজ্য সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে বলে জানান তিনি।
Akb tv news
26.07.2025