নিজস্ব প্রতিনিধি,
অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষা মহা সংঘের উদ্যোগে শনিবার একদিনের সেমিনারের আয়োজন করা হয় আগরতলা মাতঙ্গিনী প্রীতিলতা হলে। উপস্থিত ছিলেন মন্ত্রী কিশোর বর্মন সহ অন্যান্যরা। এদিনের আই সেমিনার প্রসঙ্গে রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মণ বলেন জাতীয় শিক্ষা নীতি ২০২০ সালের ২৯ জুলাই চালু করা হয়েছিল। প্রায় পাঁচ বছর হতে চলল। এই জাতীয় শিক্ষা নীতির যে সকল নিয়ম নীতি রয়েছে সে গুলো রাজ্যে এই সময়ে কতটা বাস্তবায়িত হয়েছে এর অনুবর্তন এই সংগঠন করছে। এদিন তিনি বলেন প্রধানমন্ত্রী মোদী এক ভারত শ্রেষ্ঠ ভারত করার জন্য জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন করেছেন। কোন দেশ কিংবা সমাজকে উন্নত করতে হলে সেই দেশ বা সমাজকে শিক্ষিত এবং সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। তার জন্যই এই প্রচেষ্টা।
Akb tv news
26.07.2025