নিজস্ব প্রতিনিধি,
বুধবার “মুখ্যমন্ত্রী সমীপেষু”-র ৫০তম পর্ব সম্পন্ন করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। এই গুরুত্বপূর্ণ পর্বে অনেক নাগরিক তাঁদের সমস্যা ও অভাব-অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে উপস্থিত হয়েছিলেন। তিনিও তার কার্যালয়ে তাঁদের প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং আন্তরিকতার সঙ্গে সমস্যা সমাধানের চেষ্টা করেন। যেমনটা তিনি সবসময় করে থাকেন। বলাবাহুল্য সময়ের সঙ্গে সঙ্গে 'বুধবার' মুখ্যমন্ত্রীর কাছে একটি বিশেষ দিন হয়ে উঠেছে। প্রতিয়মান হয় যে এই সরাসরি একান্ত আলাপচারিতায় মুখ্যমন্ত্রিকে জনগণের অভাব-অভিযোগ আরও ভালোভাবে বুঝতে সাহায্য করেছে এবং তাঁদের প্রতি আরও সহানুভূতিশীল ও নিষ্ঠাবানভাবে সেবা করার সুযোগ এনে দিয়েছে। এদিন নিজের সামাজিক মাধ্যমেও বিষয়টি তুলে ধরেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।
Akb tv news
30.07.2025