নিজস্ব প্রতিনিধি,
সাঁতার জানার পরও বাঁচল না প্রান। বুধবার মেলাঘর রুদ্রসাগরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল নিকেশ দাস নামে ২২ বছরের এক যুবকের। তার বাড়ি মেলাঘর পালপাড়া এলাকায়।ঘটনার সময় নিকেশের সঙ্গে তার এক বন্ধু রাকেশ দাস ছিল। ঘটনা সম্পর্কে নিহতের এক আত্মীয় জানান, এদিন মেলাঘর রুদ্রসাগরে মাছ ধরতে গিয়েছিল নিকেশ ও তার বন্ধু রাকেশ। মাছ ধরতে গিয়ে ঘটে এই বিপত্তি।মাছ ধরার সময় তাদের নৌকাটি ডুবে যায়। এরপর নিকেশ সাঁতার কেটে আসার চেষ্টা করে। অনেকটা পথ সাঁতার কেটে আসার পর হঠাৎ সে জলে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করার পর প্রায় এক ঘণ্টা পর তার নিথর দেহ উদ্ধার করা হয়।বর্তমানে তার মরদেহ মেলাঘর হাসপাতালে রয়েছে।
Akb tv news
30.07.2025