নিজস্ব প্রতিনিধি,
প্রধানমন্ত্রী মোদী রিও সফরকে অত্যন্ত ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান,ব্রিকস শীর্ষ সম্মেলনে ব্যাপক আলোচনা করেছেন। তিনি ব্রাজিলের রাষ্ট্রপতি ও সরকারকে এই মঞ্চকে আরও কার্যকর করতে তাদের ব্রিকস সভাপতিত্বের মাধ্যমে করা কাজের জন্য অভিনন্দন জানান। তিনি আরও বলেন, বিশ্ব নেতাদের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকগুলো বিভিন্ন দেশের সঙ্গে ভারতের মৈত্রী বৃদ্ধি করবে। এর আগে, রিও ডি জেনেইরোতে পরিবেশ, সিওপি ৩০ এবং বৈশ্বিক স্বাস্থ্য বিষয়ে একটি সেশনে ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী বলেন, পৃথিবী এবং মানব স্বাস্থ্য একে অপরের সঙ্গে সংযুক্ত। তিনি জানান, ভারতীয় সমাজ বহু প্রজন্ম ধরে প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল। তিনি বলেন, ভারতের জন্য জলবায়ু ন্যায় কোন বিকল্প নয়, বরং এটি একটি নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রী মোদী আগামী বছর ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় এটি “সহযোগিতা এবং স্থায়িত্বের জন্য উদ্ভাবনের নির্মাণ” হিসেবে নতুনভাবে সংজ্ঞায়িত হবে বলেও উল্লেখ করেন।
Akb tv news
08.07.2025