শৃঙ্খলা ফেরাতে রাতে আগরতলার দুটি হোস্টেল পরিদর্শন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা ll AKB TV News

আরশি কথা


 নিজস্ব প্রতিনিধি, 

শৃঙ্খলা ফেরাতে রাতে আগরতলা শহরের দুটি হোস্টেল পরিদর্শন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। এই পরিদর্শনের স্থান ছিল রাজ্যের শিক্ষাক্ষেত্রে সুপরিচিত ও বহু কৃতী শিক্ষার্থীর জন্মদাতা প্রতিষ্ঠান বয়েজ বোধজং উপজাতি ছাত্র নিবাস ও উমাকান্ত একাডেমি ছাত্র নিবাস। এই দুই বিদ্যালয় রাজ্যের বুকে এক সুপ্রতিষ্ঠিত নাম, যেখান থেকে প্রত্যন্ত জনজাতি অধ্যুষিত এলাকার বহু ছাত্র ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে এসে শিক্ষালাভ করে। তাই এই দুই প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও পরিবেশ বিঘ্নিত হওয়া মানেই রাজ্যের শিক্ষাব্যবস্থার প্রতি এক সরাসরি আঘাত। সম্প্রতি এই ছাত্রাবাস দুটি সম্পর্কে একাধিক গুরুতর অভিযোগ শিক্ষা দপ্তরের কাছে আসে। অভিযোগ সন্ধ্যার পর নিয়ম বহির্ভূতভাবে বহিরাগত যুবকদের অবাধ যাতায়াত বেড়েছে, যার ফলে হোস্টেলের শৃঙ্খলা ভেঙে পড়ছে এবং শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে, যেসব ছাত্র প্রত্যন্ত অঞ্চলের অভাবী পরিবার থেকে আসছে, তারা এই অনুকূল পরিবেশ না পেয়ে মানসিকভাবে পিছিয়ে পড়ছে। এই প্রেক্ষিতে মন্ত্রী বিকাশ দেববর্মা নিজেই হোস্টেল পরিদর্শনের সিদ্ধান্ত নেন। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তিনি হঠাৎ উপস্থিত হন উক্ত ছাত্র নিবাসগুলিতে। নিজের চোখে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ছাত্রদের সঙ্গে কথা বলে অভিযোগের বাস্তবতা যাচাই করেন। মন্ত্রী জানান, তিনি সরেজমিনে আধিকারিকদের নিয়ে ছাত্রাবাস দুটি পরিদর্শন করেন এবং বিভিন্ন সমস্যা যেমন লাইট, ফ্যান ইত্যাদি সম্পর্কে অবগত হন। এই সব সমস্যা সমাধানে অবিলম্বে হোস্টেল সুপারকে সারিয়ে নেওয়ার জন্য তিনি বলেন। ফের তিনি এসে এই সব দিক কতদূর হয়েছে তা পর্যবেক্ষণ করে যাবেন বলে জানান। 

Akb tv news 

08.07.2025

3/related/default