নিজস্ব প্রতিনিধি,
পয়লা জুলাই মঙ্গলবার জাতীয় চিকিৎসক দিবস। এই উপলক্ষে এদিন রাজধানীর প্রজ্ঞা ভবনে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়।এবছর জাতীয় চিকিৎসক দিবসের থিম হল- behind the mask-caring for care givers. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ও রাজ্যের বিশিষ্ট চিকিৎসকরা সহ স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের আধিকারিকরা।প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, ডাঃ বিধান চন্দ্র রায়কে সবাই জানে। আমার মনে হয় ভবিষ্যৎ প্রজন্মকে উনার সম্পর্কে জানা দরকার। উনাকে জানলে নিজেরাও অনুপ্রেরনা পাবে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী তার ভাষণে সত্যজিৎ রায়ের ‘পথের পাচালি’র কথাও উল্লেখ করেনl মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, মানুষকে সম্মান দেওয়াটা খুব প্রয়োজন। আর সম্মান দিতে পারলেই সম্মান পাওয়া যায়। শুধু চিকিৎসা বিষয়েই আমি বলব না। সব বিষয়েই সবাইকে সম্মান দেওয়াটা জরুরি বলে তিনি উল্লেখ করেন। এদিন অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট চিকিৎসকদের সম্মাননা দেওয়া হয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে। মুখ্যমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেয়ে খুশি তারা।
Akb tv news
01.07.2025