নিজস্ব প্রতিনিধি,
মারণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত দক্ষিণ ত্রিপুরার বাসিন্দা ময়নাবালা নাথের উন্নত চিকিৎসা জন্য পিএম রিলিফ ফান্ডের তরফ থেকে আর্থিক সাহায্য করা হয়েছে। তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব। জানা গেছে, রাজ্যের কাঞ্চনপুর বিধানসভার রাধামাধবপুর এলাকার বাসিন্দা ময়নাবালা নাথ দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন। পরিবারটি আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছিল না। এই পরিস্থিতিতে সাংসদ বিপ্লব কুমার দেবের সাথে যোগাযোগ করলে তিনি প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল – এ আর্থিক সাহায্যের জন্য আবেদন করেন। ওই আবেদনে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেবল আবেদন গ্রহণ করেননি, বরং তিন লক্ষ টাকা আর্থিক অনুদান মঞ্জুর করে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
Akb tv news
01.07.2025