নিজস্ব প্রতিনিধি,
তিন দফা দাবি নিয়ে ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও শিক্ষা ভবনের সামনের বিক্ষোভ প্রদর্শন করা হয় । মূলত নির্দিষ্ট সময়ে কলেজের সেমিস্টার পরীক্ষা নেওয়া, কলেজের একাডেমিক ক্যালেন্ডার সঠিকভাবে কার্যকর করা, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এদিন শিক্ষাভবন চলো অভিযানে শামিল হয়েছে ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি। এদিনের এই বিক্ষোভ সম্পর্কে জনৈক ছাত্রনেতা অভিযোগ করেন গোটা রাজ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। বিভিন্ন কলেজে সেমিস্টার পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। গোটা রাজ্যব্যাপী ত্রিশ হাজার ছাত্রছাত্রী রয়েছেন যারা বিভিন্ন ডিগ্রী কলেজগুলোতে পড়াশোনা করছেন। তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বারবার উচ্চশিক্ষা আধিকারিকদের সঙ্গে দেখা করার চেষ্টা করা হলেও তারা দেখা করতে রাজি নন বলে অভিযোগ করেছেন যুবনেতা। তাই বাধ্য হয়ে এদিন তারা এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত করেছে বলে জানান তিনি।
Akb tv news
18.07.2025