Type Here to Get Search Results !

২২ পরিবারের ৭৯ জন ভোটার জাতীয় কংগ্রেস দলে যোগদান করলেন ll AKB TV News


 নিজস্ব প্রতিনিধি,

আসন্ন এ ডি সি নির্বাচন। এই নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন রাজনৈতিক দলে দেখা যাচ্ছে নতুন করে যোগদান কর্মসূচি। অনেকেই তাদের দলগত অবস্থান পরিবর্তন করে নতুন করে বিভিন্ন দলে যোগদান করছেন। শুক্রবার ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মানিরাম পুর ভাষ্কর পারা এডিসি ভিলেজে এদিন দেখা গেল বিভিন্ন দল ত্যাগ করে ২২ পরিবারের ৭৯ জন ভোটার জাতীয় কংগ্রেস দলে যোগ দেন। নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা। তিনি বলেন গোটা দেশে তথা রাজ্যে কংগ্রেসের জনকল্যাণমুখী উদ্যোগে সাড়া দিয়ে কংগ্রেস দলে শামিল হচ্ছেন সাধারণ জনগণ। 

Akb tv news 

18.07.2025